মেহেরপুরে নাশকতা মামলায় শাকিল হোসেন ওরফে সাব্বির (৩২) নামের ছাত্র শিবিরের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়ি মেহেরপুর শহরের শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শেখপাড়ার খন্দকার আফসারুল হকের ছেলে।
মেহেরপুর থানা ইন্সপেক্টর (তদন্ত) শেখ মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি বছরের ১৪ জানুয়ারি মেহেরপুর পৌর এলাকার বামুনপাড়ায় নাশকতার ঘটনা ঘটে। এস আই সোহরাব হোসাইন বাদী হয়ে শাকিল হোসেন সাব্বিরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২২, তারিখঃ ১৪/০১/২০২৩ ইং
তিনি আরো জানান, রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই মামলায় ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাকিল হোসেন সাব্বিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।