মেহেরপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগজিন, নকল পিস্তল, মোবাইল, ওয়াকিটকি ও মাদকদ্রব্যসহ তিন ব্যক্তিকে আটক করেছে যৌথ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার একাধিক পাড়ায় অভিযান চালিয়ে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, একটি নকল পিস্তল, তিনটি ওয়াকিটকি ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর গাংনী ক্যাম্প।
আটককৃতরা হলো মেহেরপুর হালদার পাড়ার আব্দুর রশিদের ছেলে আকাশ ওরফে সাকিল (২৬) একই পাড়ার হামিদুল শেখের ছেলে রায়হান (৩৬) ও সরকারী উচ্চ বিদ্যালয় পাড়ার জসীমউদ্দিনের ছেলে সজিব (২৭)।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র্যাবের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গাংনী সেনাবাহিনী।
গাংনী সেনাবাহিনী ক্যাম্প শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী সেনাবাহিনী ক্যাম্প বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে গাংনী সেনা ক্যাম্প ও সিপিসি-৩ র্যাব ১২ এর সদস্যরা মেহেরপুর সদর এলাকার বিভিন্ন পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, একটি নকল পিস্তল, পাঁচটি মোবাইল, তিনটি ওয়াকি টকি ও মাদকদ্রব্যসহ তিন ব্যক্তিকে আটক করেন।
আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে।