মেহেরপুরের গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাইদ হোসেন (১৫) ও বুলু মন্ডল (৫৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) ভিন্ন ভিন্ন সময়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদ হোসেন গাংনীর সূর্যোদয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও হিজলবাড়িয়া গ্রামের শাহিন আলীর ছেলে এবং নিহত বুলু মন্ডল গাংনী সরকারি ডিগ্রী কলেজ পাড়ার মরহুম বীর মুক্তিযোদ্ধা হারেজ আলীর ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুমাইয়া ইয়াসমিন পাঁপড়ী স্কুল ছাত্র সাইদের মৃত্যু ও ডাঃ সীমা বিশ্বাস বুলু মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হিজলবাড়িয়া গ্রামের নিহত স্কুল ছাত্র সাইদের পিতা শাহিন আলী জানান, শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে ছেলে সাইদ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হিজলবাড়িয়া- সাহারবাটি রাস্তার পাশে থাকা বাবলা গাছের সাথে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। অজ্ঞাতনামা এক আলগামন চালক তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
অন্যদিকে, নিহত বুলু মন্ডলের ভাতিজা আব্দুল মতিন জানান, তার চাচা বুলু মন্ডল বামন্দী গ্রামের মেয়ের বাড়ি থেকে ইজিবাইক যোগে গাংনীর দিকে আসছিলেন। পথিমধ্যে গাংনী পৌর এলাকার ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ইজি বাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইক থেকে সিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আফরোজ তাকে মৃত ঘোষণা করেন। ইজিবাইক চালক প্রাণে বেঁচে যান।তেলবাহী ট্রাকটিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।
থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।