মেহেরপুরে ক্ষেতে কৃষিকাজ করার জন্য মাঠে যাওয়ার পথে বজ্রপাতে সুন্নত আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সুন্নত আলী ওই গ্রামের বকুল মন্ডলের ছেলে।
মেহেরপুর সদর থানা ওসি মেজবাহ (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, কৃষক সুন্নত আলী আজ সকালে কৃষিকাজ করার উদ্দেশ্যে মাঠে রওনা হন। পথিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি চাঁতালের মাঠে একটি কদম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত সুন্নত আলীর শরীরে আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।