মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব ও গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোকচন্দ্র বিশ্বাস এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে গাংনী উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বী মন্দির কমিটির নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১১ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন তারা।
মেহেরপুর জেলা প্রশাসকের কনফারেন্সে জেলার হিন্দু সম্প্রদায়ের পূজারীদের কটাক্ষ করে বানোয়াট মিথ্যা বক্তব্য প্রদান এবং জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত অনুদানের পক্ষপাতিত্ব মূলক বন্টনে জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব ও গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোকচন্দ্র বিশ্বাসের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা। জেলা প্রশাসকের নিকট থেকে গাংনী উপজেলার ২২টি মন্দিরের বরাদ্দকৃত অনুদানের মালামাল অশোক চন্দ্র বিশ্বাস তুলে নিয়ে এসে গাংনী উপজেলার ৯টি পূজা মন্দিরে না দিয়ে চরম অন্যায় করেছে। তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা।
অনুদান না পাওয়া ৯টি পূজা মন্দির হলো- ষোলটাকা দাসপাড়া কালি মন্দির, ষোলটাকা কর্মকার পাড়া দুর্গা মন্দির, আমতৈল দাসপাড়া কালী মন্দির, মটমুড়া দুর্গা মন্দির, বেতবাড়িয়া দাসপাড়া কালী মন্দির, চৌগাছা দাসপাড়া কালি মন্দির, গাংনী দাসপাড়া কেন্দ্রীয় রাম মন্দির, গাংনী কেন্দ্রীয় মন্দির, বাওট দাসপাড়া কালী মন্দির।
গাংনী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী সুশান্ত কুমার পাত্রের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাহারবাটি দাসপাড়া কালী মন্দিরের সভাপতি গণেশ দাস, মটমুড়া কালী মন্দিরের সভাপতি সুনীল চন্দ্র হালদার, কেন্দ্রীয় রাম মন্দিরের সভাপতি ধীরেন দাস, রায়পুর দাসপাড়া কালী মন্দিরের সভাপতি সুশান্ত চন্দ্র গোসাই প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।