মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও তিন জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় বনাঢ্য র্যালী ও পতাকা উত্তোলন শেষে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বাধনী বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খুলনা বিভাগীয় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমান উল্লাহ আমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান বক্তারা।
জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সম্মেলনে আলোচনা সভা শেষে, একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আহবায়ক কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনকে সভাপতি, আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানকে সাধারণ সম্পাদক ও যথাক্রমে আখেরুজ্জামান, ওমর ফারুক লিটন ও রোমানা আহম্মদকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন।
বাকি পদগুলো সিলেকশনের মাধ্যমে নির্ধারণ করে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির নেতারা।
এ সময় বিএনপি’র কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।