১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভূমি মেহেরপুরের মুজিবনগর পাকিস্তানি হানাদার মুক্ত হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় ও রাজনৈতিকভাবে শহরের প্রধান প্রধান সড়কে র্যালি, গণকবর ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের গণকবর ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আব্দুল মালেক এবং জেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাদা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম প্রমূখ উপস্থিত ছিলেন।