মেহেরপুরের গাংনী সীমান্তে আবারও নারীসহ ১৮ জন বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এবং ভারতের বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ১৪৭ এর নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কাজিপুর কোম্পানীর সুবেদার সাহাব উদ্দিন এবং বিএসএফ এর গান্ধীনা ক্যাম্পে কর্মরত এসি সুনীল কুমার সাথে রাত ১০ টায় সীমান্ত মেইন পিলার ১৪৭ হতে বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠক শেষে নারীসহ ১৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কাজিপুর ক্যাম্প সুবেদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলো-পটুয়াখালীর পুকুরজান গ্রামের মৃত আব্দুল কাদির হাওলাদারের ছেলে মেহেদী (২৫), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঘুঘরাঘাট গ্রামের নুর ইসলামের মেয়ে নূর জাহান (৩২), নড়াইলের কালিয়া থানার বারানাইল গ্রামের ইশারাত শেখের ছেলে ফরিদ শেখ ফারিদ শেখ (২৭), ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের জুলহাস মন্ডলের ছেলে জিসান মন্ডল (১৯), একই থানার লাহিঘাটা গ্রামের হাদিস ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৮), মাদারীপুরের ছোটদুর থানার মৃত আব্দুল সাত্তার বেপারীর ছেলে খোকন বেপারী (৪১), একই থানার মিরালান্ডি গ্রামের মৃত গিয়াসউদ্দিন ফকিরের ছেলে মহিউদ্দিন ফকির (২৭), সাতক্ষীরার কালীগঞ্জ থানার শিয়ারা গ্রামের আশান ঢালীর মেয়ে মাজিদা ঢালী (৩৭), একই জেলার তালা থানার গঙ্গারামপুর গ্রামের রবিন/রহিম ঘোষের ছেলে মিঠুন ঘোষ (৩২), ভবানীপুর থানার শাটানি গ্রামের মৃত মাহিদুল ইসলামের ছেলে স্বামীম হোসেন (২৮), শিকারী গ্রামের মৃত আজার আলী গাইনের ছেলে খালিদা সারদার (৪৩), রাজশাহীর পাবদাগারী থানার মহব্বতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৬), যশোরের মূলগ্রামের আমিনুদ্দিন খা এর ছেলে আহমেদ আলী (৩৭), মৌলভীবাজারের রাইশিরে গ্রামের মৃত পুতুল দেব ছেলে লিটন দেব (৩৪), একই জেলার খাসবাগান গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে মিলন কুমার বিশ্বাস (২৫), চট্টগ্রামের রাউজান থানার পুর্ব গুজরা গ্রামের মৃত কৈল মজুমদারের ছেলে শুভ মজুমদার (২৫), মিরপুর গাবতলীর মৃত নারায়ণ চন্দ্র রাজবংশীর ছেলে সাধিন রাজবংশী (৫০), এবং কুষ্টিয়ার ভাটাপাড়া গ্রামের আলতাব শেখের স্ত্রী নাসিমা শেখ (৪১)।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টায় কাজিপুর সীমান্তে মেইন পিলার ১৪৭ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নারীসহ ১৮ জন অবৈধ অনুপ্রবেশকারীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ সদস্যরা। বিজিবি কাজিপুর ক্যাম্প জানিয়েছে ভারত থেকে আসা সকলকে গাংনী থানায় সোর্পদ করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলেও জানান বিজিবি’র ওই কর্মকর্তা।
আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ১৪ জন পুরুষ রয়েছে বলে জানা গেছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ভারত থেকে নারীসহ ১৮ জন বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। আটকদের গাংনী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটকদের নিজ নিজ পরিবারের সাথে যোগাযোগ করা হবে। পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।