সকাল হলেই পত্রিকার পাতা খুলেই
দেখা যাচ্ছে, রাস্তার অলিগলিতে
অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটেই চলেছে,
একটি দুর্ঘটনা ঘটতে পারে নিজেদের
অসাবধানতার কারণে, অথবা তার একান্ত
মনের অজান্তে ও হতে পারে,আসলেই
প্রতিদিনি কর্মজীবি মানুষগুলো ব্যস্ততা
তাগিদে, উড়ন্ত পাখির মত ছুটে চলে
নিজ গন্তব্যের উদ্দেশ্য।
আসলেই এই দুর্ঘটনাগুলো খুবই মর্মান্তিক,
তাই প্রতিটা ভাই বোন আত্নীয় স্বজনে
কাছের ও দুরের সকলের কাছে আমার,
বিনিত অনুরোধ,আপনারা বাস্তায় চলাচল করার সময় নিজের,নিজ দায়িত্বে সাবধানে
চলাফেরা করুন, একটা জীবনের মুল্য
কেউ দিতে পারে না,আজ কাল এই
সড়ক দুর্ঘটনায় শত শত প্রাণ অকালে
ঝরে যাচ্ছে।
এটা যে কত কষ্টের তা শুধু নিজ পরিবার
গুলোই বোঝে, স্বজন হারানোর বেদনা
কতটা, কতটা অসহায় করে তুলে তার
পরিবারের মানুষগুলোকে, প্রতিদিনই
দুর্ঘটনায় প্রাণ দিচ্ছি হাজারো মানুষ, এ
যেনো এক নিত্যদিনের শিকার, প্রতিদিন
ঘটছে শহরের অলিগলিতে সড়ক দুর্ঘটনা,
জীবন দিচ্ছে অহরহ মানুষ। একটি
দুর্ঘটনা এড়াতে নিজনিজ দায়িত্বে খুব
সাবধানে চলাফেরা করুণ।