গাংনীতে উপজেলা ও পৌর ছাত্রদলের আহবায়ক কমিটিকে বরণ ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন
মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা। শনিবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ডের বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিনন্দন জানানো হয়। একই সাথে নবকমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো, যুগ্মসম্পাদ মনিরুজ্জামান গাড্ডু , আব্দুল আওয়াল , ইনসারুল হক ইনসু জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মুনশাদ আলী, বিএনপি নেতা জামাল উদ্দিন, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।