শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

গাংনীতে যৌথ পুলিশের অভিযানে গ্রেফতার-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৫২৬ বার পঠিত

মেহেরপুরে যৌথ পুলিশের অভিযানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এরা হচ্ছে গাংনী উপজেলার পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের পশ্চিম পাড়ার আনারুল ইসলাম শাহের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইন্টু (৩১), গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়ার জালালউদ্দিনের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ার আহম্মেদ রবিন (২৮), একই ওয়ার্ডের মাদ্রাসা পাড়ার আঃ খালেক খোকন দেওয়ানের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম (২৮) এবং উপজেলার গোপালনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক রেজানুর জামান (২০)।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান শনিবার (২৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়া এলাকা থেকে রাত ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ের করা মামলায় চারজন আসামিকে গ্রেফতার করা হয়।

রোববার (৩০ মার্চ) দুপুরে গ্রেফতার হওয়া আসামিদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo