মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে নিমের গাড়ির মাঠে এ দুর্ঘটনা ঘটে। শওকত আলী ভাটপাড়া গ্রামের কাজী ফয়েজ উদ্দিনের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শওকত আলীর সহোদর ভাই শহিদুল ইসলাম জানান, তার ভাই শওকত আলী আজ সকালে জমিতে সেচ দেওয়ার জন্য গ্রামের নিমের গাড়ির মাঠে যান। পাম্পটি সঠিকভাবে কাজ না করলে বিষয়টি খতিয়ে দেখার সময় জানতে পারেন, বিদ্যুতের আর্থিংয়ের তারটি ছিঁড়ে রয়েছে। হাতে কোন প্রটেকশন ব্যবহার না করে আর্থিংয়ের তারটি জুড়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পাশের কসবা গ্রামের কৃষক তৈয়ব আলী শওকত আলীকে পাম্পের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনদের খবর দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান উপজেলার ধানখোলা ইউনিয়নে ভাটপাড়া গ্রামে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।