ফরিদপুর জেলার চরাঞ্চলে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ‘আমরা কাজ করি (একেকে)’- নামের একটি বেসরকারী সংস্থা। সংস্থার কর্মসূচির আওতায় “চরাঞ্চলে ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের বাস্তবায়নের ক্ষুদ্র উদ্যোক্তা কৃষক ও কৃষাণীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
গতকাল রোববার (৩ আগষ্ট) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলায় একেকে’র প্রধান কার্যালয় হলরুম থেকে ৫ জন কৃষক কৃষাণীর মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। চেক তুলে দেন একেকে’র নির্বাহী পরিচালক এম. এ.জলিল ও উপ-পরিচালক বি এম আলাউদ্দিন।
সংস্থার নির্বাহী পরিচালক এম. এ. জলিল বলেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে চরাঞ্চলের কৃষিতে পরিবেশবান্ধব টেকসই উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং তাদের উৎপাদন খরচ কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির মাধ্যমে চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং নিরাপদ কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে বাজারে সুলভ মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা।
প্রকল্পটি কারিগরি সহায়তা দিচ্ছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং আন্তর্জাতিক অংশীদার হিসেবে প্রকল্পটির অর্থায়ন করেছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD) এবং ডেনমার্কের দূতাবাস। উক্ত ভ্যালু চেইন প্রকল্পটি বাস্তবায়ন করছে আমরা কাজ করি (একেকে)।
এ সময় সংস্থার ক্রেডিট কর্মসূচির পরিচালক শিমুল কুমার চক্রবর্তী, এইচআর কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব, অডিট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান মাসুদ, সহকারী অডিট অফিসার মাহবুব হাসান টুটুল, প্রজেক্ট কো-অর্ডিনেটর এম.এ কুদ্দুস মিয়া, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ আল আমিন হোসেনসহ একেকের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।