মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে মাইশা আক্তার (৫) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তেতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা আক্তার কল্যাণপুর গ্রামের মন্ডলপাড়ার এনামুল হকের মেয়ে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম কে রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু মাইশা আক্তারের চাচা শরিফুল ইসলাম জানান, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাড়ির সামনে রাস্তার ওপর শিশু মাইশা খেলা করছিল। খেলা শেষে পুকুরের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন শিশু মাইশা আক্তারকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন।