মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা অডিটোরিয়ামে একশ পাউন্ডের কেক কাটা হয়েছে। এছাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগেও কাটা হয়েছে পঞ্চাশ পাউন্ডের একটি কেক। এর আগে একটি বিশাল র্্যালি অডিটোরিয়াম থেকে শুরু হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
এ সময় আওয়ামী লীগের সহ-সভাপতি ও বামন্দী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোহিদ মূর্শেদ অতুল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইলা আরজুমান বানু, যুবলীগ নেতা আল ফারুক, গাংনী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসিব, উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত নারী পুরুষ ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।