মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে হাড়িয়াদহ-মহিষাখোলা মোড়ের চারটি দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় ঘটনাটি ঘটেছে বলে দোকানীরা জানিয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, চুরি হওয়া দোকানগুলোতে নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ মুদিও সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা।
ভুক্তভোগী ব্যবসায়ীরা হল আশরাফুল ইসলাম মুদিও ব্যবসায়ী যার ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা, অলিউল্লাহ মুদিও ব্যবসায়ী ক্ষতির পরিমাণ এক লক্ষাধিক টাকা, মুকুল হোসেন চা ব্যবসায়ী ক্ষতির পরিমাণ ৫ হাজার টাকা এবং হাড়িয়াদহ গ্রামের জসীমউদ্দীনের মুদিও দোকান ক্ষতির পরিমাণ বিশ হাজার টাকা।
ভুক্তভোগী মুদিও ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ব্যবসায়িক কার্যক্রম শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরবেলায় জানতে পারেন, দোকানের তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে চোরেরা। দোকানে এসে তিনি বুঝতে পারেন দোকানের তালা ভেঙে ড্রয়ারে থাকা নগদ টাকা ১১ হাজার, প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের মোবাইলের রিচার্জ কার্ড, এক লক্ষাধিক টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ সাবান ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা। বিষয়টি তিনি গাংনী থানায় অবহিত করেন।
একাধিক দোকানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, ফলে এলাকায় প্রায়শই ঘটছে চুরি ও ডাকাতির মতো ঘটনা। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ বাহিনীকে আরও সক্রিয় এবং ব্যবসায়ীদেরকে সিসি ক্যামেরা স্থাপন করে ব্যবসা পরিচালনার আহ্বান জানান স্থানীয়রা।
সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তবে চুরি হওয়া মোট মূল্য এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, উপজেলার হাড়িয়াদহ-মহিষাখোলা মোড় এলাকায় কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।