মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারীশিশুসহ ৪ জন বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ১০৫ এর নিকট শূন্য লাইনে কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার মিয়া এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রহ্মনগর কোম্পানী কমান্ডার ধর্মেন্দ্র সিং উপস্থিত ছিলেন। বৈঠক শেষে একই পরিবারের ৪ জনকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে এক্সপ্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলো-চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেহলার ধরড়া গ্রামের রতন হোসেন, তার স্ত্রী রাবেয়া আক্তার, শিশু কন্যা হাবিবা খাতুন এবং ১ মাস বয়সী পুত্র শিশু ইমাম হোসাইন।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে মুজিবনগর সীমান্ত মেইন পিলার ১০৫ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা সকলেই বাংলাদেশের চাঁদপুর জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতের রাজস্থানে পাড়ি দিয়েছিল। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ সদস্যরা। বিজিবি মুজিবনগর ক্যাম্প জানিয়েছে ভারত থেকে আসা সকলকে মুজিবনগর থানায় সোর্পদ করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলেও জানান বিজিবি’র ওই কর্মকর্তা।
আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ভারত থেকে নারী শিশুসহ ৪ জন বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। আটকদের মুজিবনগর থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটকদের নিজ নিজ পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।