মেহেরপুরের গাংনীতে ৪৬ পিস ইয়াবাসহ মাসুদ রানা (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বামন্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড রামনগর-হাড়াভাঙ্গা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাসুদ রানা উপজেলার রামনগর গ্রামের আয়নাল মন্ডলের ছেলে।
কোম্পানী কমান্ডার ওয়াহিদুজ্জামান সিপিসি-৩, মেহেরপুর র্যাব-১২ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার এ তথ্য নিশ্চিত করে জানান , র্যাবের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বামন্দি ইউনিয়নের রামনগর-হাড়াভাঙ্গা সড়কে অভিযান চালায়। অভিযানে সোনা বাবুর দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪৬ পিস ইয়াবাসহ মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক মাসুদ রানার বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।