মেহেরপুরের গাংনী উপজেলায় বাঁশঝাড় থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাউদ কবির শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে শিশুটির নিউমোনিয়ার মাত্রা বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের জটিলতার কারণে তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের দক্ষিণপাড়া গোরস্থানের সামনে রাস্তার পাশে বাঁশঝাড়ের ঝোপ থেকে অসহায় অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা প্রথমে কান্নার শব্দ শুনে বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে পুজা মণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ভিডিপি সদস্য হোসাইন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল আজিজ জানিয়েছিলেন, শিশুটি মোটামুটি সুস্থ থাকলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। পরে তাকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আড়াইটার দিকে নবজাতক কন্যা শিশুটি মারা যায়। এই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।