মেহেরপুরের গাংনীতে গলায় খাবার আটকে জাহিদুল ইসলাম নামের ৬ মাসের একশিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম হেমায়েতপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জাহিদুল কান্নাকাটি করছিল। এমন সময় তার মা তাকে খাবার খাওয়াতে গেলে গলায় আটকে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। শিশু
জাহিদুল ইসলামের এ অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।