মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৩ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন তিনজন প্রসূতি মা ও নবজাতককে ফুলেল শুভেচ্ছা ও বেবি গিফট প্রদান করেন।
এ সময় গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল আজিজ, নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার ও আমিনা খাতুন, মিডওয়াইফ জান্নাতুল ফেরদৌস এবং মহিলা ওয়ার্ড ইনচার্জ শাকিলা খাতুন উপস্থিত ছিলেন।