মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর পীরতলা এলাকা থেকে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ১৩০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের মৃত সজিবুল ইসলাম পিন্টু’র ছেলে সোহেল রানা @ রনি (২৪), ও একই এলাকার মোলাম আলীর ছেলে রুবেল আলী (২৩)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার গাজীপুর ও পীরতলা এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী (পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দিন ও ইব্রাহিম বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ গাংনী থানার কাজীপুর পীরতলা এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করেন। সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।