মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে নারকেল গাছের নিচ থেকে দুইটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কামরুজ্জামান লিপুর বাড়ির সামনে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় বস্তু দুটি পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কামরুজ্জামান লিপু চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের একজন মুদিও দোকানদার ও একই গ্রামের রহিতুল্লাহ মন্ডলের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার চরগোয়ালগ্রামের মুদিও দোকানদার কামরুজ্জামান লিপুর বাড়ির সামনে একটি সাদা পলিথিন ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা সদৃশ বস্তু পড়ে আছে। এমন সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশবস্তু দুই টি উদ্ধার করেন। তবে কে বা কাহারা বোমা সদৃশ বস্তুগুলো রেখে গেছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।
ওই ঘটনায় কামরুজ্জামান লিপু ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।