সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে গোল্ডকাপ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন গাংনীতে আশ্রয়ন প্রকল্পের ৯৫ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কেন বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে?  বৈজ্ঞানিকদের সতর্কতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেরপুরে দোয়া মাহফিল গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কিশোর নিহত গাংনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন  মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু গাংনীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২ গাংনীর আলোচিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা গাংনীতে যুবদল নেতা মনি আটক, অস্ত্র উদ্ধার

গাংনীর কাজিপুর সীমান্তে নারীসহ ১২ জন পুশব্যাক 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে নারীসহ ১২জন বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১৪ নভেম্বর ) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধীনস্থ কাজিপুর এবং ভারতের বিএসএফ এর মধ্যে সীমান্ত কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনস্ত মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাবুদ্দিন এবং ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়ানের গান্দিনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবি ফ্যাংক এর নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে মেইন পিলার ১৪৭ এর নিকট ১২ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট নথিপত্রসহ হস্তান্তর করা হয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলোঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে সাহেব আলী (৫১), খুলনা সদরের বাগমারা গ্রামের মেইন রোড এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফজল রাব্বি (৪২), খুলনার খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা গ্রামের শহিদুল শেখের মেয়ে সুমনা (২১), রাজবাড়ী সদরের উদয়পুর গ্রামের ইকরামুল হকের ছেলে মাহফুজুর রহমান ইমরান (২২), সিরাজগঞ্জের দেলুয়া গ্রামের মানিক চাঁদের মেয়ে মারুফা খাতুন (১৬), বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার চরহগলাবুনিয়া গ্রামের রুস্তম শেখের স্ত্রী নুরজাহান বেগম (৪৮), একই গ্রামের রফিক শেখের স্ত্রী রুপি বেগম (১৮), মিরাজ মোল্লার স্ত্রী রেশমা আক্তার (১৭), মিন্টু শেখের ছেলে মিরাজ শেখ (২১), টুকু মোল্লার ছেলে মিরাজ মোল্লা (১৯), আনোয়ার শেখের ছেলে রফিক শেখ (২০) ও কুষ্টিয়ার ভেড়ামারা থানার সলিমপুর গ্রামের মসজিদ এলাকার আব্দুর রহিমের ছেলে রনি আহমেদ বাবু (৩০)।

উক্ত হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সময় কুড়িগ্রাম, সাতক্ষীরা,বেনাপোল, রাজশাহী সীমান্ত দিয়ে কাজের জন্য অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে হরিয়ানা,বোম্বাই, দিল্লী, কলকাতা এলাকায় অবস্থান করেছিলেন।

বিজিবির কাছে হস্তান্তরিত ব্যক্তিদের বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন প্রদেশ হতে আটক করে ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের নিকট হস্তান্তর করেন।

কাজিপুর বিওপি কর্তৃক অবৈধ বাংলাদেশি নাগরিকদের নথিপত্র যাচাই করে গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন নারী রয়েছে বলে জানা গেছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ভারত থেকে নারীসহ ১২ জন বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। আঠকদের গাংনী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটকদের নিজ নিজ পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo