মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন “ক”শাখা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জানুয়ারী) বিকেলে ধানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ধানখোলা ইউনিয়ন “ক” শাখা কৃষকলীগ এ সম্মেলনের আয়োজন করে।
ইউনিয়ন “ক” শাখা কৃষকলীগের আহবায়ক আব্দুল মজিদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব উল আলম শান্তি।
জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী,
এসময় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তহসিন আলী, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাজিপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন, পৌর কৃষকলীগ সভাপতি বদরুল আলম বুদু, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান, ধানখোলা ইউনিয়ন “ক” শাখা আওয়ামী যুবলীগের সভাপতি কিসমত আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব হোসেন, পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রেন্টু, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকাশ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখনসহ আওয়ামী লীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ধানখোলা ইউনিয়ন “ক” শাখা কৃষকলীগের সভাপতি হিসেবে বশির আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল বাশারকে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট দাখিল করবেন।