জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় ন্যাক্কারজনক অধ্যায় এই ৩রা নভেম্বর। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর এই দিনে তৎকালীন আওয়ামী লীগের চারজন সিনিয়র নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়েছিল। দিনটি এখন জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুর মহানগর আওয়ামী যুবলীগের উদ্দোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিট বিংতান শহরের স্থানীয় এক হোটেলে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়ালালামপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি রিশাদ বিন আব্দুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাশার সোহেল।
কুয়ালালামপুর মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক মির্জা রিপন।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেহেরপুরের গাংনী উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন সেপু ও ৫ নং মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ।
এ সময় মালয়েশিয়া আওয়ামী যুবলীগ নেতা রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আকাবুর মাহমুদ, সহ-সম্পাদক জোনায়েদ হাসান হৃদয়, সিনিয়র সদস্য লুৎফর রহমান, দপ্তর সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রানা, আওয়ামী যুবলীগ নেতা রিপন হোসেন, নাদিম খান, ইমরান হোসেন সোহগ, সাইফুল ইসলাম, আলামিন হোসেন, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান, শামীম রোহান, নিজাম, ইজাল, সাইদুল, আসলাম, বিপ্লব, হাফিজ, জহুরুলসহ ৬০ জন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।