২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশন সদস্য ড. বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আবদুল ছালাম, যশোর গণপূর্ত সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফজলুল হক ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুরের তত্ত্বাবধায়ক ডাঃ শাহরিয়া শায়লা জাহান, ডা. আব্দুস সালাম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল হাসান, সাবেক এমপি মাসুদ অরুন, মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খান প্রমুখ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোখলেস উর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের (আইএমইডি) সচিব মোঃ কামাল উদ্দিন, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) মোঃ মুজিবুর রহমান, মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও মেহেরপুর সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আধুনিক সুযোগ-সুবিধাসহ নতুন ভবন চালু হওয়ায় জেলার সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসা সেবা পাবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ভবনে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ ইউনিট, ডায়াগনস্টিক সুবিধা এবং রোগীদের জন্য উন্নত মানের ওয়ার্ড ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার রোগীরাও উপকৃত হবেন।
স্থানীয় জনসাধারণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এখন চিকিৎসা নিতে দূরে বড় শহরে যেতে হবে না।
এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের প্রধানগণসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।