মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. মহা. আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে শহরের বড়বাজার এলাকায় নিজবাসভবনে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁকে বর্তমানে মেহেরপুর সদর থানার পুলিশি নিরাপত্তায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অ্যাড. মহা. আব্দুস সালাম কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সভাপতি ও রাজশাহী বিশবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ মেছবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।