সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীসহ নিহত ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মেহেরপুর বনবিভাগের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সরকারী প্রকৌশলীসহ এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় এ নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী ও সদর উপজেলার গহরপুর গ্রামের মৃত হাসান আলী মাস্টারের ছেলে একেএম মাহফুজুর রহমান কল্লোল (৪৭) এবং মেহেরপুর সরকারি কলেজের ছাত্র আকমল হোসেন লাবিব (২০)। লাবিব মেহেরপুরের বুড়িপোতা গ্রামের আব্দুস সামাদের ছেলে। বর্তমানে নানা বাড়ি জেলা শহরের শেখপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী বনবিভাগ পাড়ার আনিসুর রহমান জানান, প্রকৌশলী মাহফুজুর রহমান অফিসের উদ্দেশ্যে মেহেরপুর থেকে গাংনীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে কলেজ শিক্ষার্থী আকমল হোসেন লাবিব বিপরীত দিক থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে জেলা বনবিভাগের সামনে পৌছালে লাবিব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান দিকে ঝুঁকে পড়লে দুটি মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমারজেন্সি মেডিকেল অফিসার শামসুজ্জোহা ও আরএমও ডা. সইদ কবির মালেক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত সহকারী প্রকৌশলী কল্লোল এর মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো- হ ৩৬-৫৪২৯ এবং লাবিবের মোটর সাইকেলের নম্বর মেহেরপুর হ-১৩-৫১৯৪।

মেহেরপুর সদর থানা ওসি মেজবাহ উদ্দিন এ ঘটনা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তির নিহতর ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo