কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ ১৭০০৭। (২৮/০৩/২০২১ ইং) তারিখ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের ৫৫ নম্বর ক্রমিকে বিষয়টি নিশ্চিত করা হয়। আর এম সেলিম শাহনেওয়াজ ২০২০ সালের ৯ জুন মঙ্গলবার গাংনীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সততা ও সুনামের সাথে কাজ করে আসছিলেন।এদিকে উপজেলা নির্বাহী অফিসার পদ থেকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি হওয়ায় গাংনী উপজেলার সর্বস্তরের জনগণ অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, আর এম সেলিম শাহনেওয়াজ গাংনীতে যোগদানের পূর্বে সাতক্ষীরার কলারোয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি ৩০ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত।