বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

গাংনীতে আশা এনজিও’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে গরিব, দুস্থ ও অসহায় জনসাধারণকে চিকিৎসাসেবা দিয়েছে আশা এনজিওর কাজিপুর শাখার স্বাস্থ্যসেবা কেন্দ্রের সদস্যরা। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কাজিপুর শাখা কার্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন কাজিপুর স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ মোঃ সানাদুর রহমান। এ কার্যক্রমের আওতায় কেবলমাত্র শুক্রবারের ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে নামমাত্র মূল্যে অফিস চলাকালীন সময়ে সেবা দেয়া হয়। তবে আজকের এই বিশেষ দিনে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, শিশুদের স্বাস্থ্য সেবা, লেবুনাইজেশন, প্রসাব পরীক্ষা, গর্ভ পরীক্ষা করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক স্থানীয় দুস্থ জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় আশা এনজিওর জেলা ম্যানেজার মোঃ নাজমুল আলম, বামন্দি এরিয়ার সিনিয়র আর এম আকছেদ আলী, কাজিপুর ব্রাঞ্চ ম্যানেজার ইমরান আলী, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সেলিম উদ্দিন, পীরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাদী, কেএসএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, কাজিপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ মহিজুল ইসলামসহ এলাকার নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের সদস্যরা এবং এলাকার বিভিন্ন পাড়া থেকে স্বাস্থ্য সেবা নিতে আস প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo