মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা, চোরাচালান এবং আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সাহার বাড়িতে শুরু হবে। তিনি আরো জানান কেবলমাত্র জমি স্বল্পতার কারণে সাংস্কৃতিক একাডেমি, বিডিআর ক্যাম্পসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিষয়ে পিছিয়ে রয়েছি, সকলের সাথে আলোচনা করে এ সমস্যার সমাধান করতে চান তিনি।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের পক্ষ থেকে নবাগত ইউপি চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। প্রধান অতিথি প্রত্যেকটি ইউপি চেয়ারম্যানকে নতুন বছরের ডাইরি উপহার দেন।
সভায় সতেরটি দপ্তরের মাসিক অগ্রগতি পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, চোরাচালান ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন সভার সভাপতি এম এ খালেক।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, বামন্দি ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাসার, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা ইঞ্জিনিয়ার ফয়সাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জেলা জেপি’র সভাপতি আব্দুল হালিমসহ সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।