মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অংশহিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল জাহান শিশির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পদক নাসিরুল ইসলান মোহন, ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম রিমন, ওয়াজেল, জামিল, হাকিম, মাসুদ রানা, ইউসুব আলী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকর্মীরা, গাংনী উপজেলা জয় সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়।