মেহেরপুরের গাংনীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম এর সভাপতিত্বে অতিথি ছিলেন ঝিনাইদহ ও মেহেরপুর (আঃ দাঃ) জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম।
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নির্দিষ্ট পন্যের উপর উৎপাদনশীলতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণে প্রয়োজনে সরকারি সহযোগিতা গ্রহণ পূর্বক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এ সময় বিভিন্ন গ্রাম হতে আগত কৃষকরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।