মেহেরপুরের গাংনীতে রায়হান (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রায়হান উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার আলী হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী এর নেতৃত্বে সঙ্গীয় এস আই সুলতান মাহমুদ ও হাবিবুর রহমান এবং এএসআই আহসান হাবীব ও হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে ভবানীপুর এলাকার রায়হান নামের এক ব্যক্তিকে ৫১ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটককৃত রায়হানের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।