সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
শনিবার (২৩ অক্টোবর ২০২১) বিকেল ৪ টার দিকে কান্দি বাস স্ট্যান্ড এর রেজাল্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাংনী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার পাত্র, সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র দাস।
“ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করে অবিলম্বে সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানান বক্তারা। এ সময় মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।