নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার সকাল ৬ টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৮টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সরকারের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। কুচকাওয়াজ পরিদর্শন শেষে কুচকাওয়াজ প্রদর্শনকারী দলনেতাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও হাসপাতাল ও এতিম শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন। সাথে থাকছে বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।