গাংনীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জখম-১
পাওনা টাকা চাইতে গিয়ে মনিরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি মারাত্মক জখম হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের পূর্বপাড়ায় রতনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম কাজিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
আহত সূত্রে জানা গেছে, সহড়াতলা পূর্বপাড়ার আব্দুল কাদেরের ছেলে জিল্লুর রহমান (৪০) এর নিকট মজুরির টাকা পান মনিরুল ইসলাম। সেই টাকা চাইতে গিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে জিল্লুর রহমান তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে মনিরুল ইসলামের কান ও মাথায় সজোরে আঘাত করলে মনিরুল ইসলাম মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আঘাতের ফলে মনিরুল ইসলাম কানে শুনতে পাচ্ছেন না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জখমের ফলে মাথা থেকেও বেশ রক্তক্ষরণ হয়েছে। তাকে ডাক্তারী পর্যবেক্ষণে রেখে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।