মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ জাহিদ হাসান (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশের সদস্যরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গাংনী থানা ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। জাহিদ হাসান উপজেলার কাজিপুর গ্রামের হাজী পাড়ার হায়দার আলীর ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, মাদক নিয়ে কয়েকজন ব্যক্তি কাজিপুর থেকে NITA নামের রেজিস্ট্রেশন বিহীন একটি পিকআপ যোগে বামন্দির দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলাধীন হাড়াভাঙ্গা গ্রামের সেন্টারপাড়ায় তিন রাস্তার মোড় এলাকায় ভবানীপুর ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে জমশেদ আলীর চায়ের দোকানের সামনে থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাহিদ হাসান নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ এর ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। এ সময় পিকআপটি জব্দ করে গাংনী থানা হেফাজতে নেয়া হয়েছে।
আটক জাহিদ হাসানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।