মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে হেলাল উদ্দীন (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন হাড়াভাঙ্গা গ্রামের হালসানা পাড়ার মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন বাড়ির পাশে নিজের পাটের খেতে কাজ করছিল। এ সময়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির একপর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের এ ঘটনায় ঘটনাস্থলে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।