বাজ পড়ে গাছে দাউ দাউ করে আগুন জ্বলার ঘটনা নতুন নয়। মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত রফজ উদ্দিনের ছেলে আবুল হাশেমের একটি পুরাতন তালগাছে বাজ পড়ে প্রায় আধাঘন্টা ধরে দাউ দাউ করে আগুন জ্বলার ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হঠাৎ বজ্রপাতে এ আগুন জ্বলার ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা প্রায় পৌনে একঘণ্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস জানান, বাজ পড়ে গাঁড়াডোব গ্রামে তালগাছের দাউদাউ করে আগুন জ্বলছে স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে প্রায় পৌনে একঘণ্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রচন্ড ঝড় হাওয়া বইলেও আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ার আগেই খুবই দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।