মেহেরপুরের গাংনীতে বিজন (১৮) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটে। বিজন কসবা গ্রামের মিনারুল ইসলামের ছেলে। বকুনি সইতে না পেরে মায়ের ওপর অভিমান করে সে বিষপান করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কিশোরের মা। বিজনের মা জানান, সকালের দিকে পরিবারের কাজের জন্য বিজনকে একটু বকা দিয়েছিলেন তিনি। সে জন্যই অভিমান করে বিষপান করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষপানের বিষয়টি জানাজানি হলে বিজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তার পাকস্থলী থেকে বিষ নিষ্ক্রিয় করেন। তাকে ডাক্তারি পর্যবেক্ষণে রাখার জন্য ভর্তি রাখা হয়।