ভােক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা,গাংনী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
অন্যান্যদের মধ্যে সেমিনারে বক্তব্য রাখেন গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, উপজেলা ওষুধ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক তোফায়েল হোসেন, সাহাদুল ইসলাম সাজু । এ সময় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।