মেহেরপুরের গাংনী বাজারে তিনটি ওষুধের দোকান মালিকের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহ নেওয়াজ এ জরিমানা আদায় করেন। ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী গাংনী বাজারের সবুজ ফার্মেসীর স্বত্বাধিকারী বিল্লাল হোসেন সবুজ এর কাছ থেকে ৩ হাজার টাকা, মিঠু ফার্মেসী আহসান হাবীব মিঠুর ৩ হাজার টাকা এবং তহুরা ফার্মের্সী মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ও ওষুধ প্রশাসন বিভাগের (চুয়াডাঙ্গা) সহকারি পরিচালক কে,এম, মুহসীনিন মাহাবুব, উপজেলা ঔষধ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান সপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, সাবেক কাউন্সিলর নবীর উদ্দিনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন ।