মেহেরপুরের গাংনীতে ভেজাল পেট্রোল বিক্রির দায়ে ফিলিং স্টেশন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পৌর এলাকা পশ্চিম মালসাদহ গ্রামে মেসার্স হোসেন ফিলিং স্টেশনের মালিক এমদাদুল হকের নিকট থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার আইন এর আইন ২০০৯ এর ধারা-৫৩ মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজমুল আলম।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।