মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করেছে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু। বৃহস্পতিবার (৫ আগস্ট ২০২১) রাত ৮ টার দিকে নিজস্ব অফিসের সামনে কেক কেটে দিবসটি উদযাপন করেন। এ সময় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমরান হোসেন টিপু, শ্রমিক লীগে ও প্রগতি ক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, সৈনিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, শেখ রাসেল ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, গাংনী ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা জহুরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারুফ হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন রেজা, সবুজ, শাহিন, পিন্টু, তুষার ইমরানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।