মেহেরপুরের গাংনীতে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস গাংনী শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে এ শাখার উদ্বোধন করা হয়। শোভা মোটরস এন্ড মেশিনারিজ এর ব্যবস্থাপনা পরিচালক মুনতাজুল আলী সাবান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস লিঃ এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হাসান। এ সময় জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস, সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।