মেহেরপুরের গাংনীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার করমদি হাইস্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় উপজেলার বাদিয়াপাড়া মহব্বতপুর বিএম ক্রীড়া পরিষদ বনাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ফুটবল একাডেমী অংশগ্রহণ করে।
খেলার পরিপূর্ণ সময়ে বাদিয়াপাড়া মহব্বতপুর বিএম ক্রীড়া পরিষদকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় ভাংবাড়িয়া ফুটবল একাডেমী।
এ সময় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার আলী বাবলু, সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন লাড্ডু, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান জিনারুল ইসলাম, হিন্দা পুলিশ ফাঁড়ির আইসি মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা নাহিদ হাসনাত সোহাগ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নিমসার আলী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার, গোলাম হোসেন, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।