মেহেরপুরের গাংনীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার করমদি হাইস্কুল মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলা অংশ গ্রহন করেন মদনাডাঙ্গা ফুটবল একাদ্শ বনাম পীরতলা ফুটবল একাদ্শ।
খেলার পরিপূর্ণ সময়ে মদনাডাঙ্গা ফুটবল একাদ্শকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় পীরতলা ফুটবল একাদ্শ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান, পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নিমসার আলী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার, গোলাম হোসেন, খোরশেদ আলম প্রমুখ।