মেহেরপুরের গাংনীতে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারী) সকালে গাংনী থানা পুলিশ বামন্দি ক্যাম্প এলাকা থেকে তাদেরকে আটক করেন। এসময় তাদের ব্যবহৃত একটি অবৈধ যান আলগামন ও ধানের বিচুলি জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে – উপজেলার খাসমহল গ্রামের খাঁ পাড়ার হিমা খাঁ’র ছেলে করিম (৪০), কাথুলী গ্রামের বাজার পাড়ার আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (২৬) ও খাসমহল গ্রামের পশ্চিম পাড়ার নজরুল ইসলামের ছেলে বানারুল ইসলাম (২৫)।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খাসমহল গ্রামের সীমান্ত এলাকা দিয়ে ধানের বিচুলির মধ্যে আলগামন গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এসআই শরিফ, বামন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স তাদের পিছু নেয়। বামন্দি ক্যাম্পের উত্তর পার্শ্বে জনৈক আশরাফুল ইসলামের বাড়ির সামনে এসে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করেন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে খাসমহল গ্রামের আরো দুইজন পালিয়ে যায়। এ সময় (স্যালাইঞ্জিন চালিত যান) আলগামনে করে নিয়ে যাওয়া ধানের বিচুলি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ১০০ মুঠি ধানের বিচুলি তাদের ব্যবহৃত আলগামন জব্দ করা হয়। আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের সাপেক্ষে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।